কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ভালোবাসার সম্পর্কে শিলমোহর পড়তে চলেছে নীল ও তৃণার। সোশ্যাল মিডিয়ায় বহু চর্চিত জুটি তাঁরা। তাঁদের বিয়ের আগে ও পরের সমস্ত অনুষ্ঠানের ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তরা। ইতিমধ্যেই সামনে এসেছে হবু দম্পতির মেহেন্দি ও গায়ে হলুদের ছবি। ৪ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা।
দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেতে চলেছে আজ। তবে, এই বিশেষ দিনটির অনেক আগে থেকেই নানা মূহুর্ত শেয়ার করে চলেছে নীল ও তৃণা। বাগদান পর্বের ছবি, আইবুড়ো ভাত, হলদি, মেহেন্দির ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে।
‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিক দিয়ে টলিউড জগতে পা রেখে ছিলেন নীল। তৃণাও ধারাবাহিকের মাধ্যমেই দর্শকের মন জয় করেছেন। বর্তমানে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মুখ্য চরিত্র নীল। তৃণা ‘খড়কুটো’ ধারাবাহিকের অভিনেত্রী। তবে, উভয়ের আলাপ কলেজে। নিজেদের নানা মুহূর্তের কথা এক সাক্ষাৎকারে বলেছিলেন তারকা জুটি। এবার তাঁদের বিয়ের ছবি দেখার জন্য উৎসাহিত নেটদুনিয়া।