আলিপুরদুয়ার: রাজ্য অ্যাথলেটিক্স শুরু হয়েছে সল্টলেকের সাই কমপ্লেক্সে। আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার সচিব সঞ্চয় ঘোষ জানান, অনুর্ধ্ব ২৩-এর ছেলেদের বিভাগে আলিপুরদুয়ার জেলার হয়ে ৮০০ মিটার দৌড়ে নেমেছিল নীলকণ্ঠ রায়। সেখানে তৃতীয় স্থান অর্থাৎ ব্রোঞ্জ পদক অধিকার করেছে নীলকণ্ঠ। এছাড়া শনিবার জ্যাভলিন থ্রো ও হাই জাম্পে পদক এসেছিল আলিপুরদুয়ার জেলায়। ফলে খুশি আলিপুরদুয়ার জেলার ক্রীড়ামহল।
নীলকণ্ঠ রায় জানান, খুব ভালো লাগছে। আরও ভালো করার ইচ্ছে ছিল। গত মাসে গ্যাংটকে প্র্যাক্টিস করার সময়ে জখম হয়েছিলাম। যার জন্য হাসপাতালে ফিজিওথেরাপি চলেছিল এক সপ্তাহ। জখমটা না থাকলে আরো ভালো করতে পারতাম।
আরও পড়ুনঃ হাজার বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ, গ্রেপ্তার ৩