সামসী: চাঁচল-২ (Chanchal) ব্লকের গৌড়হন্ড পঞ্চায়েত এলাকার সোনারায়, বোয়ালিয়া মাঠে মঙ্গলবার দেখা মিলল এক নীল গাইয়ের। স্থানীয় বাসিন্দারা নীল গাই দেখতে পেয়ে প্রথমে পুলিশকে খবর দেন। পুলিশ বিষয়টি চাঁচল বন দপ্তরকে জানায়। কিন্তু ধরা পড়েনি নীল গাইটি।
গৌড়হন্ড পঞ্চায়েতের সদস্য রণজিৎ দাস জানিয়েছেন, এদিন সকাল সাড়ে ৮ নাগাদ নীল গাইটি প্রথম চোখে পড়ে। কড়িয়ালি এলাকার দিক থেকে সেটি মালতীপুরের অনুপনগরের দিকে যাচ্ছিল। বাসিন্দাদের তাড়া খেয়ে সেটি সোনারায়, বোয়ালিয়া এলাকার মাঠে ঢুকে পড়ে। নীল গাইটি দেখতে প্রচুর মানুষ ভিড় করেন সেখানে। এরপর নীল গাইটি শুক্রবাড়ি, ডুমরো, কাপাসিয়া, সুতি মাঠের দিকে চলে যায়। চাঁচল বন দপ্তরের এক আধিকারিক জানান, দুপুরের দিকে নীল গাইটি ভালুকার দিকে চলে গিয়েছে। আর ওই এলাকাটি ভালুকা বন দপ্তরের অধীনে হওয়ায় বিষয়টি তাঁদের দেখতে বলা হয়েছে। ভালুকা বন দপ্তরের আধিকারিক সুদর্শন সরকার জানিয়েছেন, বর্তমানে নীল গাইটি দৌলতনগরের লাতাসি এলাকার মাঠে লুকিয়ে রয়েছে। সেটিকে ধরার জন্য চেষ্টা চলছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মঘাতী বৃদ্ধা!