রায়গঞ্জ: কলকাতা থেকে পায়ে হেটেই রায়গঞ্জে পৌঁছাল বিহারের নয় শ্রমিক। গন্তব্য বিহারের কিশনগঞ্জ। গত ১৬ এপ্রিল কলকাতার নিউটাউন থেকে পায়ে হেটে রওনা দেন তারা। এরপর মাঝ রাস্তায় কিছুটা লরিতে, বাকি পথ হেটেই বিহারের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছেন। নিউটাউনের একটি নির্মাণ সংস্থায় কাজ করেন তারা। শনিবার রাতে রায়গঞ্জের মধ্যমোহনবাটি এলাকায় নয়জন বাইরের লোককে বসে থাকতে দেখে বাসিন্দাদের সন্দেহ হয়। তারা খোঁজ নিয়ে জানতে পারেন এরা কলকাতা থেকে এসেছেন। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মানস ঘোষ ওই রাস্তা দিয়ে হেটে যেতেই বাসিন্দারা বিষয়টি তাকে জানান।
মানসবাবু উদ্যোগ নিয়ে তাদের জল ও খাবারের ব্যবস্থা করে দেওয়ার পর স্বাস্থ্যদপ্তর ও পুলিশকে জানিয়েছেন। অ্যাম্বুলেন্স এসে ওদের নিয়ে যায়। ইফতিকার আলম নামে এক শ্রমিক জানান, ‘তারা নিউটাউনে বিল্ডিংয়ের কাজ করেন। বাড়ি বিহারের কিশনগঞ্জে। গত ১৬ এপ্রিল পায়ে হেটেই রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। মাঝপথে কিছুটা লরিতে এসেছেন। কিশনগঞ্জে যাবেন তারা। মানসবাবু জানান, ‘আমরা শোনার পরেই প্রশাসনকে জানাই। কারণ এরা সুস্থ, না অসুস্থ আমরা তো কেউই জানিনা। কলকাতা থেকে হেটে এসেছে রায়গঞ্জে। প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর এদের নিয়ে কি করবে, তারাই সিদ্ধান্ত নেবে।’