হলদিবাড়ি,২৫ সেপ্টেম্বর: ‘নির্মল বিদ্যালয়’ পুরস্কার পেল হলদিবাড়ি ব্লকের উহাবুলউল্লুম হাই স্কুল ও বালাডাঙ্গা শিমুলতলা স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয় ।এই খবরে খুশি দুই স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকরা। বুধবার পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে কোচবিহার সদর গভর্নমেন্ট হাইস্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হয়। সেখানেই দুই স্কুলের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।