ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে লাগাতার মূল্যবৃদ্ধি নাভিশ্বাস তুলে দিয়েছে সাধারণ মানুষের। বিশেষ করে জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সীমা অতিক্রম করে গিয়েছে বলে দাবী বিরোধীদের। কার্যত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন না হওয়া পর্যন্ত কিন্তু মূল্যবৃদ্ধি সংক্রান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরোনো মাত্রই গ্যাসের দাম বেড়ে গিয়েছে এক ধাক্কায়। আর এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে(Nirmala Sitaraman) বিরোধীদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হলো। যদিও তিনি সমস্ত প্রশ্ন এড়িয়ে যান, কোনো উত্তর দেননি। বিরোধীরা উত্তর না পেয়ে শেষ পর্যন্ত ওয়াকআউট করেন। কার্যত বিরোধীদের দাবি, এভাবে মূল্যবৃদ্ধির ফলে পরিবহণ সহ বিভিন্ন ক্ষেত্রে খরচ বাড়ছে। ফলে জীবনযাপন ব্যাহত হচ্ছে। এভাবে উত্তর না দিয়ে মূল্যবৃদ্ধির বিষয়টি অর্থমন্ত্রীর এড়িয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ানকে টুইটারেই উত্তর দিলেন নির্মলা সীতারমন
ডিজিটাল ডেস্ক : রাজ্যসভার মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। গতকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman) যখন মুদ্রাস্ফীতি নিয়ে বলতে শুরু করেন,...
Read more