শীতলকুচি: শীতলকুচির নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। অভিযোগ, কলেজ যাওয়ার সময় তিন যুবক এক যুবতীকে গাড়িতে তুলে বামনডোগা এলাকার একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ইতিমধ্যে এই ঘটনায় তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে শীতলকুচি থানার পুলিশ। এদিন নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এছাড়াও ছিলেন বিজেপির কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। নিশীথ প্রামাণিক জানান, এর আগেও বিজেপির প্রতিনিধি দল এসে নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে। এদিনও তাঁকে সবরকম সহযোগিতা করা হবে।
সিবিআই-ইডির বিরুদ্ধে উত্তরে জেলায় জেলায় আন্দোলনে তৃণমূল
উত্তরবঙ্গ ব্যুরো: কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা সিবিআই (CBI) ও ইডিকে (ED) নিরপেক্ষ হতে হবে। নানা কেলেঙ্কারিতে জড়িত বিধানসভায় বিরোধী দলনেতা...
Read more