নয়াদিল্লি: দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। টুইটে নিজেই এ কথা জানিয়েছেন মন্ত্রী। গত বছরের সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। পাঁচ মাসের মধ্যেই ফের তিনি আক্রান্ত হলেন।
টুইটে মন্ত্রী লিখেছেন, ‘আমার করোনা পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। সমস্ত রকম করোনাবিধি মেনে আইসোলেশনে রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন অবশ্যই করোনা পরীক্ষা করান এবং আইসোলেশনে যান।’ গড়করি ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।