শিলিগুড়ি: আজ, শুক্রবার থেকে তিনদিনের জন্যে বাতিল করা হল এনজেপি থেকে দার্জিলিংগামী টয়ট্রেন পরিষেবা। কার্সিয়াং এবং ঘুমের মাঝে লাইন মেরামতির কারণে পরিষেবা বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে খবর।
শুক্রবার সকাল থেকেই ওই লাইনে জোরকদমে মেরামতের কাজ শুরু হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব জানিয়েছেন, কার্সিয়াং এবং ঘুমের মাঝে ২৯৫ এবং ৪৬৩ নম্বর সেতুতে কাজের জন্য তিনদিন পরিষেবা বাতিল থাকছে। তবে ঘুম থেকে দার্জিলিং(Darjeeling) জয়রাইড পরিষেবা স্বাভাবিক চলবে।