ডিজিটাল ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পড়েছেন বড়সড় বিপাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, এবার হয়তো তাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হবে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। তার ওপর বৃহস্পতিবার রাতে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন পুলিশের সঙ্গে বিরোধী নেতারা। ফলস্বরূপ পুলিশের হাতে গ্রেপ্তার ইসলামাবাদের বিরোধী দলের বহু পাক সাংসদ। সূত্রের খবর, পাকিস্তানের প্রধান বিরোধী দল জামিয়াত-এ- ইসলামের সাংসদদের ইমরান খান অপহরণ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। এবং দলীয় সাংসদদের সুরক্ষা দেওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয় বিরোধীদের। কিন্তু বিষয়টিকে মোটেই ভাল ভাবে দেখছেন না পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ। ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। শুক্রবার সকাল থেকেই এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের বিরোধী দলগুলি। সবমিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে এবং খুব স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে ইমরান খানের ওপর।
পাঁচ লাখি মাওবাদী নেতার মৃত্যু পুলিশের গুলিতে
ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিন যাবত আতঙ্ক জাগিয়ে রেখেছিলেন মাওবাদী নেতা কমলেশ। অবশেষে ছত্রিশগড় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আজ তাঁর মৃত্যু...
Read more