নয়াদিল্লি, ১৬ জুনঃ বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন ও সীমান্তে দুষ্কৃতীদের মদত দেওয়ার প্রতিবাদে ভারত-পাকিস্তান ওয়াঘা সীমান্তে ইদ উপলক্ষে মিষ্টি বিনিময়ের রীতি পালন করল না বিএসএফ। এদিকে, শনিবারও সীমান্তে গোলাগুলি জারি রেখেছে পাকিস্তান। জম্মু–কাশ্মীরের নৌসেরা এবং আর্নিয়া সেক্টরে লাগাতার ভারতীয় সেনাঘাঁটি এবং সীমান্তবর্তী গ্রাম লক্ষ্য করে গোলাবর্ষণ করতে থাকে পাক রেঞ্জার্সরা। পাল্টা জবাব দেয় ভারতও। পাক সেনার গুলিতে শহিদ হন বিকাশ গুরুং নামে ও এক জওয়ান।