ফেশ্যাবাড়ি: লকডাউন উপেক্ষা করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে আবারও গ্রাহকদের ভিড় উপচে পড়ল। সোমবার কোচবিহার-১ ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়স্থিত দোমুখা নয়ারহাট বাজারের এই দৃশ্যই ধরা পড়েছে। সচেতনতার অভাব ও প্রশাসনের উদাসিনতায় লকডাউনেও বারবার ভিড় হচ্ছে বলে অভিযোগ। ভিড় সামলাতে পুলিশি প্রহরার দাবি উঠেছে। জানা গিয়েছে, একাধিক সরকারি প্রকল্পের টাকা ঢুকেছে মহিলা উপভোক্তাদের অ্যাকাউন্টে। সেই টাকা তুলতে ও পাশবই আপডেট করতে অন্যান্য দিনের মতো এদিনও মহিলাদের লম্বা লাইন পড়ে যায়। লকডাউন উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় না রেখেই জমায়েত করেন তারা। লাইনে দাঁড়ানো অধিকাংশ মহিলাদের মুখে মাস্ক ছিল না। শাড়ির আঁচল দিয়ে মুখ ঢাকতে দেখা গিয়েছে অনেককে। বেশ কয়েকদিন ধরে এরকম পরিস্থিতি চললেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। লাইনে দাঁড়ানো এক মহিলা বলেন, ‘উজ্জলা যোজনার গ্যাসের ভর্তুকির টাকা তুলতে এসেছি। উপায় নেই লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে বাধ্য।’ ব্যাংকে আসা আরও এক মহিলা রেবেকা খাতুন বলেন, ‘কে শোনে কার কথা। সামাজিক দূরত্বের কোন চিহ্ন নেই। তাই সকলে যে যার মতো দাঁড়িয়েছে। আমিও দাঁড়িয়েছি।’
ব্যাঙ্কের এক আধিকারিক জানান, ‘ব্যাঙ্কের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রেখেই যাবতীয় কাজকর্ম চলছে। বাইরের ভিড়ের ব্যাপারে আমাদের কিছু করার থাকে না। তবে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। মোয়ামারি গ্রামপঞ্চায়েতের প্রধান নুরি ইয়াসমিন বলেন, জনগনকে একাধিকবার সচেতন করা সত্ত্বেও কাজে আসছে না। পুলিশে খবর দেওয়া হয়। ভিড় সরিয়ে দেন। এব্যাপারে টাপুরহাট ফাড়ির পুলিশ জানিয়েছে, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে জমায়েত হটিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে দাঁড়াতে বলেন। পুলিশি কর্মীর উপস্থিতিতে যাবতীয় কাজকর্ম চলবে।’ স্থানীয়দের সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে।