ডিজিটাল ডেস্ক : আর কয়েক দিনের পরেই উত্তরাখণ্ডে হতে চলেছে বিধানসভা নির্বাচন। পাহাড়ি রাজ্যে ইতিমধ্যেই সাজ সাজ রব। সবকটি রাজনৈতিক দল নিজের মতন করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। কিন্তু তার মধ্যেই বিরোধী দলের সঙ্গে মাখামাখি করায় বুধবার নিজের সমস্ত পদ হারাতে হলো প্রদেশ কংগ্রেস সভাপতি কিশোর উপাধ্যায়কে। সূত্রের খবর, কিশোর উপাধ্যায় গত সপ্তাহে স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। আর তারপর থেকেই তাঁর দলবলের জল্পনা সর্বত্র শোনা যাচ্ছিল। তড়িঘড়ি কংগ্রেস দেরি না করে তাঁর ক্ষমতা কেড়ে নিল। তবে কিশোর উপাধ্যায়ের সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া কার্যত তাঁর কাছে বিজেপিতে যোগ না দেওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই। আর তাতে ভোটের আগে কংগ্রেসের শক্তি কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সকাল হতেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কার্যালয়ে পুলিশি হানার অভিযোগ
ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রামের রাজনীতিতে হঠাৎই শোরগোল। আজকে সকালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)কার্যালয়ে পুলিশি হানার অভিযোগ উঠেছে এবং তাই...
Read more