জলপাইগুড়ি: পড়ানোর জন্য অধ্যাপক নেই, আর এদিকে ডিপ্লোমা কোর্সে ছাত্র ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা দপ্তরের তরফে। এতে চক্ষু চড়কগাছ জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউট কর্তৃপক্ষের। ইনস্টিটিউট সূত্রের খবর, ডিপ্লোমা কোর্সের জন্য একজন সিনিয়ার লেকচারার ছিলেন। তবে তিনি ইতিমধ্যেই অবসর নিয়েছেন। এবার ছাত্র ভর্তি হলে ডিপ্লোমা কোর্সের ক্লাস কীভাবে হবে, সেটাই বড় প্রশ্ন।
যদিও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৌমিত্র অধিকারী জানান, বর্তমানে ডিপ্লোমা কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের ক্লাস বি ফার্মার অধ্যাপকরাই নিচ্ছেন। অধ্যাপক নিয়োগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। শুক্রবার স্বাস্থ্য শিক্ষা দপ্তরের বিশেষ সচিব ডা: তমালকান্তি ঘোষ জানান, অধ্যাপক নিয়োগ করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছে।