নয়াদিল্লি: কেন্দ্রের ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে চলছে বিক্ষোভ। এই প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় বিভিন্ন রাজ্য। এই পরিস্থিতিতে এবার বিক্ষোভকারীদের কড়া বার্তা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বিক্ষোভের চাপে পড়ে যে ‘অগ্নিপথ’ প্রকল্প প্রত্যাহার করার কোনও সম্ভাবনা নেই, তাই সাফ জানিয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে এ বিষয়ে বিক্ষোভকারীদের কেন্দ্রীয় সরকারের ওপরই আস্থা রাখার কথা জানিয়েছেন দোভাল।
অগ্নিপথ বিক্ষোভকারীদের উদ্দেশে অজিত দোভাল বলেন, ‘আমি মনে করি যে, আপনাদের ন্যায্য দাবির জন্য আওয়াজ তোলা উচিত। তবে এই ভাঙচুর, হিংসা কিছুতেই মানা যায় না।’ দোভালের কথায়, ‘যাঁরা ‘অগ্নিবীর’ হতে চান তাঁরা যেন জাতি এবং নিজের প্রতি আস্থা রাখেন।’ দোভাল আরও বলেন, ‘পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চাই। তবে সন্ত্রাসবাদকে কখনই সহ্য করব না।’
‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে দোভাল বলেন, ‘অগ্নিপথ প্রকল্পের ভেতরে কী রয়েছে তা ভালোভাবে দেখা উচিত। ২০১৪ সালে ক্ষমতার আসার পরই দেশকে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেন নরেন্দ্র মোদি। তার মধ্য়ে একটি হল এই অগ্নিপথ। মূলত চারভাগে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভাগ করা যেতে পারে। এগুলি হল যুদ্ধ সরঞ্জাম, পরিকাঠামো, প্রযুক্তি, সেনা ক্ষমতায় বদল ঘটিয়ে ভবিষ্যতের জন্য দেশকে তৈরি করা। অর্থাৎ দেশকে শক্তিশালী করে গেল সেনায় বদল আনতেই হবে।’
আরও পড়ুন : অগ্নিপথ বিরোধিতায় দিল্লির সংসদ ভবন চত্বরে অবস্থানে কংগ্রেস সাংসদ