নয়াদিল্লি: দেশে ক্রমশ বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সংশোধিত গাইডলাইন প্রকাশ করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)।
আইসিএমআর গাইডলাইনে স্পষ্ট করা হয়েছে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে কোভিড টেস্ট করাতে হবে না। এমনকি সংক্রামিতদের সংস্পর্শে এলেও করোনা পরীক্ষা করাতে হবে না। তবে বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। করোনা পরিস্থিতিতে ক্রমেই চাপ বাড়ছে ল্যাবরেটরিগুলির ওপর। এই পরিস্থিতিতে এমন পদক্ষেপ করা হয়েছে। তবে যাঁরা বয়স্ক, উপসর্গ বা কোমর্বিডিটি রয়েছে, তাঁদের পরীক্ষা করাতে হবে।