নয়াদিল্লি, ৭ জুনঃ বেতন সহ অন্যান্য ভাতা তুলতে পারবেন না জনতা দল ইউনাইটেড-এর প্রাক্তন সাংসদ শরদ যাদব। তবে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাখতে পারবেন সরকারি বাসভবন। এমনটাই জানিয়ে দিল সুপ্রিমকোর্ট। বিচারপতি এ কে গোয়েল ও বিচারপতি অশোক ভূষণের ভেকেশন বেঞ্চ জানিয়েছে, তাঁর দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কোনও বেতন, ভাতা বা সাংসদদের জন্য নির্দিষ্ট অন্যান্য সহায়ক খরচ বাবদ প্রাপ্ত অর্থ তুলতে পারবেন না।
দিল্লি হাইকোর্ট এক অন্তর্বর্তী রায়ে জানিয়েছিল, প্রাক্তন জেডিইউ সভাপতি বেতন সহ সব ধরনের বরাদ্দ অর্থ পাবেন। সেই রায়ের বিরুদ্ধে জেডিইউ-এর রাজ্যসভা সাংসদ রামচন্দ্র প্রসাদ সিংহ শীর্ষ আদালতে আবেদন করেন।এদিন তারই প্রেক্ষিতে রায় দিল সুপ্রিমকোর্ট।
- Advertisement -