তুষার দেব, দেওয়ানহাট: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে। কিন্তু লকডাউনকে উপেক্ষা করেই তুফানগঞ্জ মহকুমার বলরামপুর বাজারে রমরমিয়ে চলছে সাপ্তাহিক হাট। সামাজিক দূরত্বের বালাই নেই। ভিড় সাধারণ মানুষের।
বৃহস্পতিবার ভোর থেকে বলরামপুর হাইস্কুল প্রাঙ্গণে সাপ্তাহিক হাটে মানুষ ভিড় করেন। সামাজিক দূরত্ব না মেনেই চলে কেনা-বেচা। বলরামপুরের এই ছবি দেখে সচেতন মানুষেরা উদ্বিগ্ন। হাট বন্ধ করার বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও বলরামপুর ফাঁড়ির পুলিশের নিষ্ক্রীয়তার প্রশ্ন উঠেছে।
আরও খবর: বিরল প্রজাতির সাপ উদ্ধার
প্রসঙ্গত, গোটা দেশে লকডাউন জারি হওয়ার পর ভিড় এড়াতে স্থানীয় সবজি বাজার বলরামপুর হাইস্কুল প্রাঙ্গণে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাতে আখেরে কোনো লাভই হয়নি। সাধারণ মানুষ বিনা বাঁধায় বাজারে ভিড় জমাচ্ছেন। লকডাউনে শুধুমাত্র অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকান খোলার কথা থাকলেও বলরামপুর বাজারে সকাল থেকে অন্যান্য বেশকিছু দোকান খোলা থাকছে বলে অভিযোগ।
স্হানীয় বাসিন্দা জনৈক অনুপ কর্মকার বলেন, ‘এখানে লকডাউনের নামে প্রহসন চলছে। অতিদ্রুত প্রশাসন হস্তক্ষেপ না করলে বড় ক্ষতি হতে পারে।’
এলাকার বাসিন্দা বিনয় সূত্রধর বলেন, ‘প্রথম থেকেই এখানে লকডাউন শিথিলভাবে চলছে। এতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা। প্রশাসন দ্রুত পদক্ষেপ করুক।’
আরও খবর: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষা বাতিল হচ্ছে
বলরামপুর বাজার থেকে ঢিলছোড়া দূরত্বে স্হানীয় পুলিশ ফাঁড়ি অবস্হিত। এই বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মন্তোষ চৌধুরী বলেন, ‘এদিন সকালে বাজারে কিছুটা ভিড় ছিল। পরবর্তীতে আমরা গিয়ে ভিড় নিয়ন্ত্রণ করি। বাজার এলাকায় পুলিশি টহল চলছে।’
বলরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান কুমার নীরেন্দ্রনারায়ণ বলেন, ‘লকডাউন সফল করতে প্রচার চালানো হচ্ছে। ফের ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনায় বসব।’