সমীর দাস, কালচিনি : লকডাউন ১০ দিনে পড়তে না পড়তেই কালচিনির বেশ কিছু এলাকায় লকডাউন মানা হচ্ছে না বলে অভিযোগ। শনিবার হ্যামিল্টনগঞ্জ-কালচিনি রাজ্য সড়কের একটি ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে।
গ্রাহকরা সামাজিক দূরত্ব না মেনেই ঠাসাঠাসি করে লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন। ওই গ্রাহক সেবা কেন্দ্রের তরফে সামাজিক দূরত্ব বজায় রাখার কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। পরে কালচিনি থানার পুলিশ খবর পেয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রাহকদের ব্যাংকিং পরিসেবা নিতে বলে। কালচিনির রাঙ্গামাটি রোডেও ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে পুলিশ গিয়ে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রনে আনে।
কালচিনির মোদিলাইনে প্রশাসন থেকে বারবার বলা হলেও বাসিন্দারা অনেকেই লকডাউন মানছেন না বলে অভিযোগ। ব্লকের পুরানো হাসিমারা সবজি বাজারেও প্রতিদিন সকালে বাসিন্দারা সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। পুলিশ এসে ভিড় সড়িয়ে দিলেও, পুলিশ চলে যেতেই কিছু দোকানে ভিড় উপচে পড়ছে। কালচিনির ভিডিও ভূষণ শেরপা বলেন, ‘আমরা নানাভাবে বাসিন্দাদের করোনা নিয়ে সচেতন করছি। কিন্তু কিছু মানুষ সেটা মানছেন না।’