স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নার্সের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলল। এই নার্স কয়েকদিন ধরেই করোনার উপসর্গ নিয়ে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার তাঁর লালার নমুনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে এবং তাঁকে সোমবার মাটিগাড়ার হিমাঞ্চল বিহারের বেসরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ওই নার্স কালিম্পংয়ের মৃত মহিলার চিকিৎসায় যুক্ত ছিলেন।
আরও পড়ুন: উত্তরবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত মহিলার মৃত্যু
দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য জানিয়েছেন, ওই নার্সকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। অন্যদিকে, উত্তরপূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, যে চিকিৎসক, নার্স এবং চিকিৎসাকর্মীরা মৃত রেলকর্মীর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।
গত ৩০ মার্চ মেডিকেলে চিকিৎসারত অবস্থায় কালিম্পংয়ে এক মহিলার মৃত্যু হয়। ওই মহিলার চিকিৎসায় যে দল তৈরি হয়েছিল, সেই দলে এই নার্সও ছিলেন। গত কয়েকদিন ধরেই তিনি জ্বর, সর্দি সহ করোনার অন্যান্য উপসর্গ নিয়ে মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রবিবার তাঁর লালার নমুনা পরীক্ষা করা হয়। সেখানেই পজিটিভ ধরা পড়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। জানা গিয়েছে, করোনা সন্দেহে হাতিঘিসা কোয়ারান্টিনে থাকা চারজন পুরোপুরি সুস্থ থাকায় এদিনই ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: উত্তরবঙ্গে আরও ছয়জন করোনা আক্রান্তের হদিশ মিলল
উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত জংশনের ডিজেল শেডের রেলকর্মী ২৪ এবং ২৫ মার্চ নিউ জলপাইগুড়ি রেল হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন। তাঁর মৃত্যুর পরেই ওই হাসপাতালে যে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা তাঁর চিকিৎসা করিয়েছিলেন তাঁদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। দুজন ডাক্তার, পাঁচজন নার্স এবং আরও পাঁচজন স্বাস্থ্যকর্মী অর্থাৎ মোট ১২জনকে হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।