শিলিগুড়ি: উত্তরবঙ্গে আরও একজনের শরীরে মিলল করোনা ভাইরাস৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা সংক্রমিত হওয়া এক নার্সের স্বামীও এই ভাইরাসের শিকার হলেন৷ রবিবার রাতে ওই নার্সের লালারসের নমুনায় করোনার সন্ধান পাওয়া গিয়েছিল৷ সোমবার তা জানাজানি হয়৷ তার ঠিক পরদিন মঙ্গলবার ওই নার্সের স্বামীর লালারসের পরীক্ষায় পজিটিভ রিপোর্ট মিলল৷
হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কালিম্পংয়ে বাসিন্দা এক মহিলা করোনা আক্রান্ত হয়ে মারা যান৷ ওই মহিলার চিকিৎসকের সঙ্গে যুক্ত ছিলেন এক নার্স৷ ওই মহিলার মৃত্যুর পর এই নার্সের লালারস পরীক্ষা করা হয়৷ সেই পরীক্ষায় তার করোনা নেগেটিভ ছিল৷
তারপরই তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে কাজ করছিলেন৷ তিনি বেশ কয়েকজনের কেমো থেরাপিও দেন৷ এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন৷ তারপর দ্বিতীয়বারের পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়ে৷ এদিন তাঁরই স্বামীর নমুনাতেও মিলেছে করোনা ভাইরাস৷
মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভি আর ডি এল থেকে এই রিপোর্ট দেওয়া হয়েছে৷ তারপরই ওই নার্সের স্বামীকে মাটিগাড়ার হিমাঞ্চল বিহারে ডা: চ্যাং সুপার স্পেশালিটি হাসপাতালের ভর্তি করা হয়েছে৷ এখানের রাজ্য সরকার উত্তরবঙ্গের করোনা হাসপাতাল করেছে৷