উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপে (FIFA World Cup 2022) বিপুল পরিমান অর্থ পেল ভুবনজয়ী আর্জেন্টিনা। টাকার পরিমান শুনলে আতকে উঠতে হয়। বিশ্বকাপে লড়াই শুধু ট্রফির নয় মোটা অংকের অর্থপ্রাপ্তির লড়াইও বটে। ৬.১৭ কেজি ওজনের ১৮ ক্যারেট সোনার ট্রফি তো আছেই সঙ্গে বিপুল পরিমাণ অর্থযোগও হয়েছে আর্জেন্টিনার।
লুসাইলের আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দল পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলারের একটি চেক। ভারতীয় মুদ্রায় সেই টাকার পরিমান ৩৪৭ কোটি টাকা। টাইব্রেকারে হেরে রানার্সআপ হওয়া ফ্রান্স পেয়েছে ৩০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় সেই টাকার পরিমান ২৪৭ কোটি ৮৯ লক্ষ টাকা। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার প্রাপ্য অর্থের পরিমাণ ২৭ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় সেই টাকার পরিমান ২২৩ কোটি ১০ লক্ষ টাকা।
কাতার থেকে খালি হাতে ফেরেনি বাকি ২৯ দলও। ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ হওয়া মরক্কো পেয়েছে ২৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় পরিমান ২০৬ কোটি ৫৬ লক্ষ টাকা। কোয়ার্টার ফাইনালে পরাজিত চারটি দল পেয়েছে ১৭ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ১৪০ কোটি ৪৮ লক্ষ টাকা। শেষ ষোলো পর্বে হেরে যাওয়া আট দলের সবাই দেশে ফিরেছে ১৩ মিলিয়ন ডলার (১০৭ কোটি টাকার কিছু বেশি) করে সঙ্গে নিয়ে। আর গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো ৯ মিলিয়ন ডলার (৭৪ কোটির টাকার কিছু বেশি) করে পেয়েছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন: Lionel Messi | বিশ্বকাপ ফুটবলে ইতিহাস গড়লেন মেসি, দুটি গোল্ডেন বলের মালিক হলেন এলএমটেন