বেঙ্গালুরু: হিজাব ইস্যু নিয়ে বিতর্ক যেন আর শেষই হচ্ছে না। দিন দিন আরও জটিল হচ্ছে এই বিতর্ক। কর্ণাটকে হিজাব বিতর্কের জেরে এবার ইস্তফা দিলেন এক কলেজের অধ্যাপক। জানা গিয়েছে, হিজাব ছাড়া শিক্ষাঙ্গনে প্রবেশের বিষয়টিকে মেনে নিতে না পেরে ওই অধ্যাপক চাকরি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইতিমধ্যেই কর্ণাটক সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের আওতায় যে সমস্ত সংখ্যালঘুদের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে সেখানে হিজাব পরে প্রবেশ করা যাবে না। সরকারি আওতায় থাকা সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে কেউ হিজাব পরে প্রবেশ করতে পারবে না বলে জানানোর পর ওই শিক্ষক চাকরি থেকে ইস্তফা দেন।