কামাখ্যাগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ কুমারগ্রাম ব্লকে এনআরসি আতঙ্কে ভুগছেন সংখ্যালঘুরা। তাঁদের অভিযোগ, এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকার সাধরণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর তীব্র বিরোধীতা করেন তাঁরা। পাশাপাশি আরও অভিযোগ, নস্যশেখ শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে চরম হয়রানির শিকার হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
বুধবার খোয়ারডাঙ্গা জলনেশ্বরী হাইস্কুল ময়দানে কুমারগ্রাম ব্লক নস্যশেখ উন্নয়ন পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এদিন পরিষদের সদস্যরা জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত করে সভার কাজ শুরু করেন। জাতীয় পতাকা উত্তোলন করেন পরিষদের সদস্য শাহজাহান আলি। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক আনিমুল হক, আলিপুরদুয়ার জেলা কমিটির সদস্য মিন্টু আলি হোসেন এবং পরিষদের কুমারগ্রাম ব্লকের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হোসেন, চান হোসেন প্রমুখ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা। সংগঠনের বক্তারা বলেন, রাজ্য সরকার বিভিন্ন সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে ‘উন্নয়ন পর্ষদ’ গঠন করেছে। কিন্তু একাধিকবার দাবি জানানোর পরও ‘নস্যশেখ উন্নয়ন পর্ষদ’ গঠনে সরকারের উদ্যোগ নেই। আর এতেই দুশ্চিন্তা হতাশা ক্রমেই গ্রাস করছে তাঁদেরকে।