কলকাতা: রাজ্যে করোনার পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেতেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা৷ কয়েকদিন আগে দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার পুলিশ জেলায় চটায় একজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে৷ আর ওই এক জায়গায় শনিবার আরও একজন বাসিন্দার শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ৷
আর তাই ওই এলাকার লকডাউন বলবৎ করতে ব্যাপক পুলিশ মোতায়েন করলেও কাজের কাজ কিছু হয়নি বললেই চলে৷ কারণ সেখানকার ডাকঘর মোড় থেকে ব্যানার্জীহাট পর্যন্ত এলাকায় সাধারণ দিনের চাইতেও অধিকাংশ সংখ্যায় মানুষকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায়৷
দু’দিন আগেই দক্ষিণ কলকাতার গড়ফা থানার হালতুতে একজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর তার পাঁচ আত্মীয়কে যেমন কোয়ারান্টিনে নিয়ে যাওয়া হয়েছে, তেমনই ওই এলাকাটিকে ঘিরে রেখেছে পুলিশ৷ ব্যারাকপুর শিল্পাঞ্চলের নোয়াপাড়ার ইছাপুরের আনন্দমঠের শ্রীভূমিতে গত শুক্রবার আরও একজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে৷ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওই ভদ্রলোক (৫৬) নিরাপত্তা এজেন্সির অধীনে বড়়বাজারে একটি সংস্থার নিরাপত্তার দায়িত্বে ছিলেন৷ দু’দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লে, ওই সংস্থাটির পক্ষ থেকে তাঁকে তাঁর বাড়িতে পাঠয়ে দেওয়া হয়৷ তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হলে, তাকে সেখানকার টেকনো গ্লোবাল হাসপাতালে ভর্তি কর হয়৷
পাশাপাশি তাঁর পরিবারের লোকেদের এডামসের কোয়ারান্টিন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়৷ এরপরই তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়লে, তাকে বারাসতের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ আর উত্তর ব্যারাকপুর পুরসভার পক্ষ থেকে ঘিরে দেওয়া হয়েছে সমগ্র এলাকাটি৷ রবিবার পুরসভার পক্ষ থেকে এলাকাটিকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে৷ অপরদিকে কলকাতার দক্ষিণ শহরতলি লাগোয়া হরিদেবপুরে কবরডাঙা ও নেপালগঞ্জের মাঝে দু’ জায়গায় দুই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরার পড়ায় সেখানে রাস্তা আটকে শুরু হয়েছে সংক্রমণ মুক্ত করার কাজ৷
এদিকে এদিন কেন্দ্রীয় সরকারেরপ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এরাজ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ তাদের ওয়েবসাইটের উল্লেখিত তথ্য অনুসারে, গতকাল শনিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৭১৷ আর এদিন তা বেড়ে হয়েছে ৬১১৷ অপরদিকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থকে অবশ্য গতকাল এই রাজ্যে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৪২৩ বলে জানানো হয়েছে৷