প্রসেনজিৎ দাসগুপ্ত, নয়াদিল্লিঃ এই মুহূর্তে সারাদেশ জুড়ে ফয়সালা না হওয়া মামলার সংখ্যা প্রায় ৫ কোটিরও বেশি। শুক্রবার লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে এমনই জানালেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজিজু। সূত্র অনুযায়ী, সারা দেশের বিভিন্ন আদালতে বকেয়া মামলার আধিক্য ও নিস্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন জনা ২৬ সাংসদ। তার উত্তরে রিজিজুর দাবি, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ৭২,০৬২ টি মামলা, বিভিন্ন হাইকোর্টে ১ কোটি ৫৯ লক্ষ ৫৫ হাজার ৮৭৩ টি তথা জেলা দায়রা বা নিম্ন আদালতে ৪.২৩ কোটি মামলা এখনও রয়েছে অমীমাংসিত। অর্থাৎ সব মিলিয়ে ৫ কোটিরও বেশি মামলা বকেয়া রয়েছে সারাদেশে।
রিজিজু বলেন, ‘এই পাহাড়প্রমাণ ফয়সালা না হওয়া মামলা, এই বিপুল অমীমাংসিত পিটিশন সত্যিই দুঃখের ও দুর্ভাগ্যজনক।’ তিনি বলেন, বিপুল পরিমাণ বকেয়া মামলার নিস্পত্তির দিশা খুঁজতে চেষ্টা করছে কেন্দ্র। বিচারক ও বিচারপতিরাও আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু তাঁদের সংখ্যাও অকুলান। এই নিয়ে বিচারবিভাগীয় স্তরে দ্রুত আলোচনায় বসতে চলেছে কেন্দ্র। কিন্তু কী ভাবে কোন নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব মামলার নিস্পত্তি হবে তা বলা দুঃসাধ্য, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু।