আসানসোল: গলায় ওড়নার ফাঁস লাগানো নার্সিং শিক্ষার্থী এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়াল রেল শহর চিত্তরঞ্জনে। মৃত যুবতীর নাম পিঙ্কি ধীবর(২০)। জানা গিয়েছে, চিত্তরঞ্জন শহরের ফতেপুর এলাকার ৪৫ নং স্ট্রিটের বাসিন্দা শ্রীলাল ধীবরের মেয়ে পিঙ্কি একটি বেসরকারি সংস্থায় নার্সিং ট্রেনিং নিচ্ছিল। এদিন ভোরে পিঙ্কির পরিবারের লোকেরা ঘুম থেকে উঠে দেখেন বাঁশের সিলিংয়ে পিঙ্কি গলায় ওড়না দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে তাকে চিত্তরঞ্জন কেজি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পিঙ্কির মা তাকে বকাবকি করেন।সেই কারণেই অভিমানে আত্মঘাতী হয়েছে ওই যুবতী বলে অনুমান পুলিশের।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial