কলকাতা, ২০ জুনঃ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। ১৯ জুন রাতে বোদরুমের বিলাসবহুল রিসর্টে নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সেই আনন্দের খবর সকলকে জানিয়েছেন নবদম্পতি। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তারকারাও। খুব শীঘ্রই দেশে ফেরার কথা রয়েছে নুসরত ও নিখিলের। দেশে ফিরে আইনি মতে বিয়ে সারবেন তাঁরা। ৪ জুলাই কলকাতায় রয়েছে রিসেপশন পার্টি।
https://twitter.com/prosenjitbumba/status/1141565929479794688
- Advertisement -
https://twitter.com/subhashreesotwe/status/1141583639181795331