মেখলিগঞ্জ: সীমান্তে কাঁটাতারের বেড়ার বাইরের জমিতে চাষের কাজে যেতে বাঁধা দেওয়া হচ্ছে। মেখলিগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী কুচলিবাড়ির ভুট্টা চাষিদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ইতিমধ্যে কৃষকরা এই সমস্যার কথা প্রশাসনের বিভিন্ন মহলে লিখিতভাবেও জানিযেছেন।
কুচলিবাড়ি সীমান্তের ১১৭ জিগাবাড়ি এলাকার ৩৬ নম্বর গেট দিয়ে বেড়ার বাইরের জমিতে চাষের কাজে যেতে দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ তোলেন শংকর রায়, প্রতাপ রায় প্রমূখ কৃষকরা। শঙ্করবাবু জানান, বেড়ার বাইরে দশ বিঘা জমিতে তারা ভুট্টা চাষ করেছেন। বর্তমানে শুকনো মরসুম চলছে। তাই ওই চাষে জল সেচের খুব প্রয়োজন। কিন্তু প্রহরারত বিএসএফ জওয়ানরা তাদের জমিতে কাজে যেতে দিচ্ছেনা। এতে গাছ শুকিয়ে যাচ্ছে। সমস্যা সমাধানের দাবির কথা এদিন বিএসএফ কর্তৃপক্ষকেও জানিয়েছেন তারা।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুচলিবাড়ি গ্রামপঞ্চায়েত প্রধান জয়শ্রী রায়ও। তিনি বলেন, ‘সমস্ত কুচলিবাড়ি সীমান্ত এলাকাজুড়েই বেড়ার বাইরের জমিতে চাষের কাজে যাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। এর মধ্যে উপনচৌকি সীমান্ত চৌকি এলাকার অধীনে থাকা এলাকায় সমস্যা বেশি। এবিষয়ে বিএসএফের উচ্চ কর্তাদের বারবার জানিয়েও কোনও লাভ হচ্ছেনাট।
বিএসএফের উত্তরবঙ্গের ডিআইজি(জি)আর আর শর্মা অবশ্য এ প্রসঙ্গে বলেন,”সীমান্তে কৃষকদের চাষের কাজ করা নিয়ে সমস্যা হবার কোনও কথা নয়। তবে পুরো বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে’।