কলকাতা: রাজ্যে লাগামছাড়া হারে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্ত হচ্ছেন একের পর এক সমাজের প্রথম সারির যোদ্ধারাই। কলকাতা পুলিশে বাড়ছে করোনা সংক্রমণ। দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন বেনিয়াপুকুর থানার ওসি অলোক সরকার। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।
এর আগেও করোনায় আক্রান্ত হন বেনিয়াপুকুর থানার ওসি। শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় সেই সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিক অরিজিৎ সিনহা। তাঁর স্ত্রীরও করোনা পজিটিভ এসেছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial