বালুরঘাট: বালুরঘাট শহরের মধ্যে দিয়ে বয়ে চলা আত্রেয়ী খাঁড়ি দখল করে নিচ্ছে প্রোমোটাররা। অভিযোগ, আর এতে মদত রয়েছে শাসক দল তৃণমূলের। তাই বারবার এই খাড়ি দখলমুক্ত করার দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। শুক্রবার বালুরঘাট শহরের আত্রেয়ী খাঁড়ির বাঁধ বরাবর রাস্তায় বিজেপি কর্মীরা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন। নেতৃত্বে ছিলেন বিজেপি শহর মণ্ডল সভাপতি সুমন বর্মন। এই খাঁড়ি কারা দখল করে রেখেছে, তার তদন্ত শুরু করলে কেঁচো খুড়তে কেউটে বেরবে এই আশংকা থেকেই প্রশাসন কোনও উদ্যোগ নিচ্ছে না বলে এদিন অভিযোগ তুলেছেন সুমন বর্মন। যদিও তৃণমূল সূত্রে বিজেপির অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে।
আত্রেয়ী খাঁড়ি সংলগ্ন এলাকায় ফ্ল্যাট বাড়ি তৈরি ও নানা নির্মাণকাজ নিয়ে কয়েক বছর ধরেই অভিযোগ উঠছে। আগে পুরসভা ও সেচ দপ্তরের তরফেও পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু তাতেও খাঁড়ি দখলমুক্ত করা যায়নি বলে অভিযোগ। এরপর থেকেই পরিবেশপ্রেমী, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি বিজেপির তরফেও আন্দোলন শুরু করা হয়েছে।
আরও পড়ুন : ক্যানসার সেন্টারকে এমজেএন মেডিকেলে অন্তর্ভুক্ত করার দাবি