ভুবনেশ্বর: এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠল তিন কিশোরের বিরুদ্ধে। এমনকি, ধর্ষণের ঘটনার ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। ওডিশার জাজপুর জেলার জেনাপুর থানা এলাকার ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তিনজন এবং নির্যাতিতা কিশোরী প্রত্যেককেই একই গ্রামের বাসিন্দা। কয়েকদিন আগেই ঘটনাটি ঘটেছিল। তবে সেই বিষয়ে বাড়ির কাউকে কিছু জানায়নি ওই কিশোরী। কিন্তু সম্প্রতি ওই ধর্ষণের ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নির্যাতিতার পরিবারের এক আত্মীয় ভিডিওটি দেখে তার বাবাকে জানান। কিশোরীকে প্রশ্ন করতেই গোটা বিষয়টি সে বাড়িতে জানায়। এরপরেই তিন কিশোরের বিরুদ্ধে জেনাপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা।
জেনাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উমাকান্ত নায়েক জানিয়েছেন, কিশোরীকে গণধর্ষণ করার সময় সম্পূর্ণ ঘটনা ক্যামেরাবন্দি করে তিন কিশোর। তারপর নির্যাতিতার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করে তারা। টাকা দিতে না পারলেই ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিতে শুরু করে অভিযুক্তরা। কিন্তু টাকা দিতে অস্বীকার করে ওই কিশোরী। এরপরেই গত সপ্তাহে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় তিন অভিযুক্ত। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, পকসো আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হয়েছে। বিচারক তিনজনকেই হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন : নিষিদ্ধ হল ধর্ষণের মামলায় ‘টু ফিঙ্গার টেস্ট’, যুগান্তকারী সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের