ভুবনেশ্বর: লকডাউনের সময়সীমা বাড়বে কি না এই নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা। সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিলেও শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরই তা নিয়ে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী। তবে তার আগেই বৃহস্পতিবার ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সে রাজ্যে লকডাউনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। বৃহস্পতিবার নবীন পট্টনায়ক একটি ভিডিও বার্তা শেয়ার করে এই সিদ্ধান্তের কথা জানান। দেশের প্রথম রাজ্য হিসেবে ওডিশা লকডাউনের সময়সীমা বাড়াল। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেন, ‘ভাইরাস রুখতে আপনাদের ধৈর্য্য এবং আত্মত্যাগ এর বিরুদ্ধে লড়াই করার শক্তি জুগিয়েছে। ওডিশায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪২ এবং একজনের মৃত্যু হয়েছে।
রাজ্যের সব মন্ত্রীদের সঙ্গে আলোচনার পর লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ঘোষণা করে বলেন, ‘এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে বাইরে কাজকর্ম করা থেকে জনগণকে আটকাতে হবে। আমরা ভারত সরকারকে অনুরোধ করব লকডাউনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর পাশাপাশি ওই একই সময় পর্যন্ত রেল পরিষেবা বন্ধ এবং উড়ানও যেন বন্ধ রাখা হয়।’ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানান যানবাহন চলাচল বন্ধ থাকলেও প্রয়োজনীয় মালপত্রের পরিবহন অবিরত রাখা হবে। চিকিৎসা পরিষেবায় কোনও প্রভাব পড়বে না এবং খুব অল্প সময়ের মধ্যে এক লক্ষেরও বেশি টেস্টের ব্যবস্থা করা হবে।