ডিজিটাল ডেস্ক : গুজরাট এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফলের পাশাপাশি আজ প্রকাশ হতে চলেছে ওডিশার (Odisha) পদমপুরের উপ নির্বাচনের ফলাফল। গুজরাটে বিজেপি ঝড় উঠলেও কিংবা হিমাচল প্রদেশে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কড়া টক্কর হলেও ওডিশায় উপনির্বাচনে কিন্তু বিজেপি পিছিয়ে গিয়েছে। ওডিসার পদমপুর বিধানসভায় হয়েছিল উপনির্বাচন এবং সেখানে দেখা যাচ্ছে বিজু জনতা দলের প্রার্থী বর্ষা সিং বরিহা প্রথম দফার গণনায় ১৭১২টি ভোটে এগিয়ে রয়েছেন।
প্রসঙ্গত, এই বর্ষা সিং বরিহা হলেন প্রয়াত বিধায়ক বিজয় রঞ্জন সিং বরিহার কন্যা। বিজয় রঞ্জন সিং বরিহার মৃত্যুর পর এই কেন্দ্রে উপনির্বাচন প্রযোজ্য হয়ে পড়ে। প্রথম রাউন্ডের শেষে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে কংগ্রেস। কংগ্রেসের প্রার্থী সত্যভূষণ সাহু পেয়েছেন ২০৬ টি ভোট। অন্যদিকে বিজেপির প্রদীপ পুরোহিত পেয়েছেন ৩৭৮৯ টি ভোট। সূত্রের খবর, প্রথম দফায় গণনা হয়েছে ৯৭৯৭ টি ভোটের। কার্যত ওডিসার পদমপুরের উপ নির্বাচনে ১০ জন প্রার্থী লড়াইতে নেমেছিলেন। উপ নির্বাচনে বিজেডির জয় কার্যত তাঁদের শক্তি বৃদ্ধি করবে বলেই মনে করা হচ্ছে।