রহিদুল ইসলাম, চালসা: করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সমস্ত সরকারি ও বেসরকারি রিসর্ট বন্ধ রাখা হয়েছে।
এই অবস্থায় রিসর্ট ও পার্কগুলি কী অবস্থায় রয়েছে তা দেখতে শুক্রবার পর্যটন দপ্তরের উত্তরবঙ্গ ডেপুটি ডিরেক্টর যোশি ঘোষ, উদ্যান ও কানন বিভাগের উত্তবঙ্গের আধিকারিক অঞ্জন গুহ সহ অন্যান্য আধিকারিকরা রিসর্ট ও পার্ক পরিদর্শনে আসেন। আধিকারিকরা জানান, লকডাউনে পর্যটন দপ্তরের ট্যুরিস্ট কমপ্লেক্স সহ পার্কগুলো কী অবস্থায় রয়েছে, সেখানে থাকা কর্মীদের কোনও সমস্যা হচ্ছে কিনা তা জানাতে এদিন ট্যুরিস্ট কমপ্লেক্স সহ পার্ক পরিদর্শন করা হয়।
এদিন গজলডোবা, টিলাবাড়ি, বাতাবাড়ি, মূর্তি, মালবাজার ট্যুরিস্ট কমপ্লেক্স সহ মাল পার্ক, চালসা পার্ক সহ অন্যান্য এলাকা পরিদর্শন করা হয়।