চাঁচল, ২৬ সেপ্টেম্বরঃ প্লাবিত রতুয়া পরিদর্শনে গেলেন প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল, মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য এবং পুলিশ সুপার অলোক রাজোরিয়া। উক্ত অঞ্চলে গিয়ে বন্যাকবলিত পরিবারের মধ্যে ত্রিপল, চিড়ে, গুড় এবং নানা শুকনো খাবার বিতরণ করা হয়। পাশাপাশি গৃহপালিত গবাদি পশুদের জন্যও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল জানান, জেলা প্রশাসন সর্বদা মানুষের পাশে রয়েছে। পাশাপাশি তিনি এও জানান, বন্যা কবলিত এলাকাগুলিতে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সরকারিভাবে যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, গঙ্গা, ফুলহার এবং মহানন্দা নদীর জলস্তর বৃদ্ধির কারণে প্লাবিত মালদা জেলার রতুয়া ১ নং ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েত, কাহালা অঞ্চল, দেবীপুর সহ রতুয়ার বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে মানিকচক ব্লকের অন্তর্গত নাজিরপুর, গোপালপুর, হিরানন্দপুর, মানিকচক, মথুরাপুর, দক্ষিণ চন্ডীপুর সহ মালদা জেলার প্রায় ৩০০০০ হাজার পরিবার।