নাগরাকাটা: চা বাগানে হাতির হামলায় মৃত্যু হল এক দম্পতির। নাগরাকাটার (Nagrakata) আংরাভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাবাড়ি চা বাগানে ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম বাবুরাম মাঝি ও বাহামুনি মাঝি। বাড়ি কলাবাড়ি চা বাগানের গাড়া লাইনে। পাশাপাশি, দলছুট বেপরোয়া দাঁতালটির হামলায় জখম হয়েছে ওই দম্পতির মেয়ে আশা মাঝি ও তাঁর ছেলে শিবরাজ মাঝিও। দু’জনকে বন দপ্তরের তরফে বানারহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার গভীর রাতে হাতিটি এলাকায় হানা দেয়। হাতিটি ওই শ্রমিক আবাসটি দুরমুশ করে দেয়। ভেতরে ঢুকে বৃদ্ধ দম্পতিকে সেখানেই পিষে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা কলাবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাগানটির আরও তিনটি শ্রমিক আবাসও ধূলিসাৎ করে দেয় হাতিটি। বন দপ্তরের বিন্নাগুড়ির রেঞ্জার শুভাশিস রায় বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। মৃতদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।’
এদিকে, দিনচারেক আগেই নাগরাকাটার সুখানী বস্তির চারোয়া লাইনে হাতির হানায় মারা যান বিষ্ণু সাঁওতাল নামে এক যুবক। রবিবার রাতে হৃদয়পুর বস্তিতে জখম হন আরও এক ব্যক্তি। সব মিলিয়ে হাতির মুক্তাঞ্চল হয়ে উঠেছে বিস্তীর্ণ এলাকা। আংরাভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন ছেত্রী নামে এক ব্যক্তি বলেন, ‘মানুষ যে কীভাবে বেঁচে থাকবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’
আরও পড়ুন: Nagrakata | চিতাবাঘের সঙ্গে তুমুল লড়াই মহিলার, হার মেনে লেজ গুটিয়ে পালাল ডোরাকাটা