রায়গঞ্জ: সাইকেল নিয়ে হাটে যাওয়ার পথে ছোট যাত্রীবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। শনিবার কালিয়াগঞ্জ(Kaliaganj) থানার বাঘোনবটতলি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শামসের আলি (৭০)। বাড়ি ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দুর্গাপুর গ্রামে। তিনি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের প্রাক্তন জয়েন্ট বিডিও। পুলিশ সূত্রের খবর, এদিন বাঘোনবটতলি এলাকায় সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় কালিয়াগঞ্জগামী দ্রুতগতির একটি ছোট গাড়ি তাঁকে ধাক্কা মারে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়িটিকে ধরে ফেলে কালিয়াগঞ্জ থানার পুলিশ। গুরুতর জখম ওই বৃদ্ধকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় ওই বৃদ্ধের। গাড়িটি আটক করেছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
রায়গঞ্জ: বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের ভাটোল হাসপাতাল পাড়া এলাকায়। পুলিশ সূত্রে...
Read more