দিনহাটা: ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার ঘটনাটি ঘটে দিনহাটা মদনমোহন বাড়ি বাইপাস মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম দিলীপকুমার বকসি। তিনি দিনহাটা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের অপূর্ব পার্ক সংলগ্ন এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সুব্রত দেব জানান, এদিন দুপুরে নিউ কোচবিহার থেকে দিনহাটা স্টেশনের দিকে আসছিল উওরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি। সেইসময় রেললাইন পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।