বৈষ্ণবনগর: পুলিশের ভয়ে পালাতে গিয়ে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে মৃত্যু হল বছর পয়ষট্টির এক বৃদ্ধের। এই ঘটনায় সোমবার দুপুরে উত্তেজনা ছড়াল বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মুসি টোলা গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে পরিবারের সঙ্গে ঝামেলা বাধে। কয়েক ঘণ্টা ধরে টানাপোড়েনের পর প্রায় জোর করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতের নাম বাদিরুদ্দিন শেখ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইদের পর মুসি টোলা ও জাগীর টোলা গ্রামের ছেলেদের মধ্যে প্রতিযোগীতামূলক খেলা ঘিরে ঝামেলা হয়। এর জেরে এলাকায় বোমাবাজিও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রাম থেকেই অভিযুক্তদের ধরপাকড় শুরু করে বৈষ্ণবনগর থানার পুলিশ। অভিযোগ, ঘটনার পর থেকে প্রতিদিন দিনে ও রাতে গ্রামে ঢুকে সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে আতঙ্ক ছড়িয়েছে। সোমবার দুপুরেও পুলিশের একটি গাড়ি মুসিটোলা গ্রামে ঢুকতেই বাসিন্দারা পালাতে শুরু করেন। পালাতে গিয়ে বাদিরুদ্দিন শেখ হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যান। তার পরেই তাঁর মৃত্যু হয়। এরপরই উত্তেজনা ছড়ায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে পরিবারের লোকজন পুলিশকে বাধা দেয়। তাঁরা দাবি তোলেন, ময়নাতদন্তের প্রয়োজন নেই। যদিও পুলিশ শেষ অবধি ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায়। বৈষ্ণবনগর থানার আইসি নিম শেরিং ভুটিয়া জানান, এদিন মুসিটোলায় আদৌ পুলিশ অভিযান চালাতে যায়নি।
আরও পড়ুন : রেজিস্ট্রি বিয়ে করেও স্ত্রীর মর্যাদা দেয়নি স্বামী, বিক্ষোভ তরুণীর