কালিয়াগঞ্জ: বেপরোয়া গতির বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ(Kaliaganj) শহরের লায়ন্স মার্কেট এলাকায়। মৃতের নাম বিশ্বনাথ চক্রবর্তী (৬৫), বাড়ি কালিয়াগঞ্জের স্কুলপাড়া এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বিশ্বনাথবাবু ওই এলাকার একটি মুদি দোকানে কাজ করতেন। এদিন লায়ন্স মার্কেট এলাকায় তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় জরং এলাকার বাসিন্দা পিন্টু দেবশর্মা (২৫) নামে এক বাইক চালক ওই বৃদ্ধকে ধাক্কা মারে। বাইকের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। দুর্ঘটনার পর বিশ্বনাথবাবুকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু। কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস জানান, বাইক চালককে গ্রেপ্তার করা হয়েছে।