ডিজিটাল ডেস্কঃ গত ৫ ই মে পর্ণশ্রীতে মৃত্যু হয় এলাকার বাসিন্দা বলিন্দর রাইয়ের। এরপর বলিন্দর রাইয়ের পরিবারের তরফ থেকে পরিকল্পিত খুনের অভিযোগ করা হয় পর্ণশ্রী থানায়। পুলিশি সূত্রে জানা গিয়েছে, ৫ ই মে বলবিন্দর রাই দুই বন্ধু মুকেশ সাউ ও দিলীপ সাউয়ের ডাকে সাড়া দিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন ওই প্রৌঢ়। জানা গিয়েছে, বন্ধুদের বাড়িতে যাওয়ার পর সেখানে তাঁকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়। এরপর তিনি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকেরা তাঁকে স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করে। ৭ ই মে রাতে মৃত্যু হয় ঐ প্রৌঢ়ের। অন্যদিকে পুলিশ ইতিমধ্যে মুকেশ সাউ এবং দিলীপ সাউয়ের খোঁজে শুরু করেছে তল্লাশি। দুজনেই এই মুহূর্তে পলাতক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুনঃ বহরমপুরে বিজেপি সমর্থকের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ