কুশমন্ডি: দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মনোবালা সরকার(৬৮)। তাঁর বাড়ি শঙ্করপুর গ্রামে। স্বামী দীর্ঘদিন আগেই মারা যান। দুই ছেলে বউ নাতি-নাতনিদের নিয়ে একসঙ্গে থাকতেন বৃদ্ধা। সোমবার সকালে পরিবারের সকলের সঙ্গে খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরে চলে যান তিনি। বেশকিছু সময় পরে বৃদ্ধাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট(Balurghat) জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন : South Dinajpur News | রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি সেন্টারে আগুন লাগানোর অভিযোগ