তপন: পুকুর থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হল। তপন থানার মহানাজ এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ইমসি সোরেন (৮৭)। বাড়ি পতিরাম থানার বাউল শিবপুর এলাকায়।
রবিবার বাড়ির বাইরে বেরিয়েছিলেন বৃদ্ধা। এরপর আর ঘরে ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সোমবার স্থানীয় একটি পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তপন থানার রামপুর খাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।