হরিশ্চন্দ্রপুর: সৌদি আরবে হজে গিয়ে মৃত্যু হল মালদার (Malda) এক বৃদ্ধার। মৃতার নাম আনজুমান বিবি (৬২)। বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ছত্রক গ্রামে।
ছেলে আসমাউল হক জানিয়েছেন, গত ১৫ নভেম্বর মক্কায় হজের উদ্দেশ্যে রওনা দেন বাবা হোসেন আলি ও মা আনজুমান বিবি। ১৭ নভেম্বর সৌদি আরবে পৌঁছোন তাঁরা। ৪ ডিসেম্বর বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। তবে শুক্রবার রাত ২টা নাগাদ সেখানে তাঁর মায়ের মৃত্যু হয় বলে জানতে পারেন। শনিবার সকালে মক্কায় তাঁকে সমাধিস্থ করা হয়। তবে কী কারণে তিনি মারা গিয়েছেন, তা জানানো হয়নি।
আরও পড়ুন: Malda News | ব্লক কমিটি থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ তৃণমূলের একাংশ, বিক্ষোভ সমাবেশের ডাক