রায়গঞ্জ: ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভাটোল ফাঁড়ির অন্তর্গত জগদীশপুর গ্রামে। মৃত বৃদ্ধার নাম সামরুন খাতুন (৭৫)। জানা গিয়েছে, বাড়ির সামনে বসেছিলেন ওই বৃদ্ধা। সেই সময় একটি ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় বৃদ্ধার। এই ঘটনায় ট্র্যাক্টর সহ চালককে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন : হজযাত্রীদের দু’দিনের প্রশিক্ষণ শিবির মালদায়