নয়াদিল্লি: গুজরাটের সুরাটে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক ব্যক্তির দেহে মিলল ওমিক্রন(OMICROM)। এ নিয়ে গুজরাটে মোট চারজন করোনার এই নতুন স্ট্রেনে আক্রান্তের খোঁজ মিলল। ইতিমধ্যেই মহারাষ্ট্রে দু’জন ওমিক্রন আক্রান্তের হদিস মিলেছে। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১। ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে। বিভিন্ন রাজ্য থেকে একের পর এক ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলছে। সেই তালিকায় রয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ।
আরও পড়ুন : দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা নিয়ে কী জানাল হু?