নয়াদিল্লি: দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন সংক্রমণ। এখনও পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৭৪৩।
এদিকে কোভিড গ্রাফও ঊর্ধ্বমুখী। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ২,৭১,২০২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১,৩৮,৩৩১ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩১৪ জনের। করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ১,৩২,৫৫৭।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৭১,২২,১৬৪ জন। মৃত্যু হয়েছে ৪,৮৬,০৬৬ জনের। সুস্থ হয়েছেন ৩,৫০,৮৫,৭২১ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১৫,৫০,৩৭৭।