খড়গপুর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন টিকিট পরীক্ষক। খড়গপুর(Kharagpur) রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটেছে। রেল সূত্রের খবর, ওই ট্রাভেলিং টিকিট পরীক্ষক (টিটিই)-এর নাম সুজন সিং সর্দার। তাঁর শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে। খড়গপুর রেলওয়ে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে তিনি বিপন্মুক্ত। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সুজনবাবু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অন্য একজনের সঙ্গে কথা বলছেন। সেই সময় একটি বিদ্যুতের তার ছিঁড়ে পিছন দিক থেকে তাঁর মাথার ওপর এসে পড়ে। বিষয়টি লক্ষ্য করে অন্য ব্য়ক্তিটি নিজেকে সরিয়ে নিলেও কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হন সুজনবাবু। মাত্র ৩-৪ সেকেন্ডের মধ্যেই ঝলসে যায় তাঁর শরীর। অজ্ঞান হয়ে প্ল্যাটফর্ম থেকে নীচে রেললাইনে পড়ে যান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। পরে তাঁকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসেন রেলওয়ের কর্মকর্তারা। রেলের লোকজন ও অন্য যাত্রীদের সহায়তায় ওই রেলকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সেই ভয়ঙ্কর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। তবে স্বস্তির খবর, ওই টিকিট চেকার আপাতত বিপন্মুক্ত। বর্তমানে খড়গপুর রেলওয়ে হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। খড়গপুরের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার জানিয়েছেন, কী কারণে এমনটা ঘটল, তা খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।