আসানসোল: প্রচার শুরুর প্রথম দিনই জয় নিয়ে আত্মবিশ্বাসী আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। শনিবার নিজের বিধানসভা এলাকায় প্রচার শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, ‘১০০ শতাংশ নয়। ২০০ শতাংশ জিতবো। সেই জয়ের মার্জিনটা ৫০ হাজার না ১ লক্ষ হবে তা ঠিক করবেন আসানসোলের মানুষ।‘ বার্ণপুরের বার্ণ স্ট্যান্ডার্ড কারখানায় বিদুৎ ও পানীয়জল নিয়মিত না থাকায় ওই কলোনির কয়েকহাজার মানুষ চরম সমস্যার মধ্যে রয়েছেন। সে বিষয়ে অগ্নিমিত্রা বলেন, ‘মুখ্যমন্ত্রীর মত হাওয়ায় প্রতিশ্রুতি দেব না। তবে এতটুকু বলতে পারি, এই কারখানাকে আবার খোলা যায় কি না তা অবশ্যই চেষ্টা করবো।‘
পাশাপাশি বার্ণপুরে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশনের কর্মীদের অনিয়মিত বেতন প্রসঙ্গে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটকের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমি এখানকার ভূমিকন্যা। অন্যদের মত বহিরাগত নই। আমার বাবা চিকিৎসক হয়ে ৫৫ বছর ধরে সেবা করছেন। তাঁর মেয়ে হয়ে এখানকার মানুষদের সেবা করার সুযোগ পেয়েছি। তার জন্য প্রধানমন্ত্রীরকে ধন্যবাদ।‘ প্রতিদ্বন্দ্বী সায়নী ঘোষকে গুরুত্ব না দিয়ে সভানেত্রী বলেন, ‘ও বাচ্চা মেয়ে। একমাসও হয়নি রাজনীতিতে এসেছে। আসানসোলের মেয়ে হয়ে এখানকার গরম ও লু জানি। দুপুরে ভাতের সঙ্গে টক ডাল ও আলু পোস্ত। আর বিকেলে আমের শরবত। তাই গরমকে সহ্য করে কাজ করতে আমার কোন অসুবিধা হবেনা। বরং ওই বাচ্চা মেয়ের কাছে গিয়ে জানতে চান যে, সে কি করবে এই গরমে।‘